বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ৩ নভেম্বর, ২০২৫
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক আবারও প্রযুক্তি জগতে বড় ধরনের চমক দেওয়ার ইঙ্গিত দিলেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, টেসলা শিগগিরই এমন একটি নতুন ‘রোডস্টার’ প্রোটোটাইপ উন্মোচন করতে পারে, যা কার্যত একটি উড়ন্ত গাড়ি হতে পারে। তিনি দাবি করেছেন, এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি পণ্য।
প্রোটোটাইপ প্রদর্শন ‘কয়েক মাসের মধ্যে’
পডকাস্টের সঞ্চালক জো রগান সরাসরি জানতে চান— গাড়িটি কি সত্যিই উড়বে? এই প্রশ্নের জবাবে মাস্ক নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে রহস্য জিইয়ে রেখে ইঙ্গিত দেন। তিনি বলেন,
”উন্মোচনের আগে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে এটি হতে পারে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি পণ্য।”
মাস্ক আরও জানান, নতুন রোডস্টার প্রোটোটাইপের ডেমো প্রায় প্রস্তুত। তিনি আশা করছেন, কয়েক মাসের মধ্যেই এটি প্রদর্শন করা সম্ভব হবে। তার দাবি, নতুন রোডস্টারে এমন কিছু ‘পাগলাটে’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে। তিনি মন্তব্য করেন, এই পণ্য উন্মোচনটি “অবিস্মরণীয়” হতে চলেছে।
গাড়ি নাকি বিমান?
যদিও এই ঘোষণার পর বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, মাস্ক উড়ন্ত গাড়ির প্রযুক্তিগত বিবরণ বা এটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে কোনো তথ্য দেননি। তিনি কেবল ইঙ্গিত দিয়েছেন যে এই গাড়িটি “গাড়ি”র ধারণাকেই পাল্টে দিতে পারে। তবে, মাস্কের আগের প্রকল্পগুলোর সময়রেখা অনুসরণ করলে বোঝা যায় যে প্রোটোটাইপ প্রদর্শনের সাথে বাণিজ্যিক উৎপাদনে আসার মধ্যে বেশ বড় সময়ের ব্যবধান থাকতে পারে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উড়ন্ত গাড়ি নির্মাণ প্রযুক্তিবিদ ও উদ্ভাবকদের কাছে একটি স্বপ্ন হলেও, সুরক্ষা ও বিমান চলাচল সংক্রান্ত নিয়ন্ত্রণের কারণে এটি এখনও পর্যন্ত বাণিজ্যিক রূপ পায়নি। ইলন মাস্কের এই ঘোষণা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আরেকটি বড় পদক্ষেপ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।







