১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

অস্ট্রেলিয়া ভয়াবহ দাবানলে পুড়ছে

অস্ট্রেলিয়া ভয়াবহ দাবানলে পুড়ছে

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনজন। বানলের আঘাতে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আরও প্রায় ৩৮ হাজার বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকলকর্মী মাঠে নেমেছেন। 

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহের কারণে এসব আগুনের সূত্রপাত হয়।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দাবানলে এখন পর্যন্ত তিন লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং রাজ্যজুড়ে এখনও ১০টি বড় দাবানল এখনও চলমান। এই দাবানলে বাড়িঘরসহ অন্তত ১৩০টির বেশি স্থাপনা ধ্বংস হয়েছে পাশাপাশি প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন।

কর্তৃপক্ষের তথ্যমতে, এটি ২০১৯–২০২০ সালের ভয়াবহ ব্ল্যাক সামার দাবানলের পর ভিক্টোরিয়ায় সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই দাবানলে তুরস্কের সমান এলাকা পুড়ে গিয়েছিল এবং ৩৩ জনের প্রাণহানি হয়েছিল। 

শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া চরম ও বিপজ্জনক অগ্নিঝুঁকির দিনের মুখোমুখি, বিশেষ করে ভিক্টোরিয়ায় রাজ্যের বড় একটি অংশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। 

তিনি আরো বলেন, এই কঠিন সময়ে আঞ্চলিক এলাকার অস্ট্রেলীয়দের সঙ্গে আমার ভাবনা ও সমবেদনা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দাবানলের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের অনেক পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে। 

এদিকে শনিবার ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি এবং পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও অগ্নিঝুঁকির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

 দক্ষিণাভিমুখী পরিবর্তনের ফলে রাজ্যে তাপমাত্রা কমলে পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর