অসুস্থ সমাজ
মোঃ ওয়াহিদুল ইসলাম
লেখিনা আর কোন কবিতা
মন নেই ভালো,
চারি দিকে শুধু দেখি
বিষন্নতার কালো।
চারি দিকে হাহাকার
বাড়ছে কষ্টের জ্বালা,
সত্য কথা বলা যায়না
মুখে মারতে হয় তালা।
অন্ধকারের অমানিশায়
ভরে গেছে চারদিক,
সত্যেরা আজ হারিয়ে গেছে
মিথ্যারা হয়ে সঠিক।
চাটু কারের চাটু কারিতায়
সমাজ ভরে গেছে,
বে-মানীরা এগিয়ে গেছে
মানীরা গেছে পিছে।।







