অভিমানী মেঘ
মোঃ ওয়াহিদুল ইসলাম
মনের জানালায় অভিমানী মেঘ জমেছে থরে থরে।
স্বপ্ন গুলোও ভিনদেশি,
থাকবে সবই পরে।
জীবনের সীমানা না মানে মন চওয়া পাওয়ার উর্ধগতি,
জীবনের হিসেব মেলাতে মেলাতে শেষ হয়ে গেল জীবনের গতি।
কিসের মোহে রইলিরে মন !
সবই মিছে মায়া।
শুন্য হাতে ফিরবিরে তুই
সবই ধূপছায়া।
আপন আপন করিসরে মন,
দুনিয়াতে কেউ হয়না আপন
সবই স্বার্থের খেলা।
বুঝবে সবে আসবে যখন ,
ঘনিয়ে সন্ধ্যা বেলা।
এমনি করে ফুরাবে সময় ,
আসবে সন্ধ্যা বেলা।
আমিও ঠিক হারাবো সেদিন
ভাসিয়ে মেঘের ভেলা।







