২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

আপন ২ বোনকে কক্সবাজারে নিয়ে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত আটক

আপন ২ বোনকে কক্সবাজারে নিয়ে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত আটক

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি মহিলা মাদরাসা ও এতিমখানার দুই ছাত্রীকে কৌশলে কক্সবাজারে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আয়াত উল্লাহ (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নির্যাতনের শিকার দুই বোনের মধ্যে বড় বোন বর্তমানে ১৬ পারা হেফজ সম্পন্ন করেছে এবং ছোট বোন নাজেরা বিভাগে অধ্যয়নরত। অভিযুক্ত স্থানীয় কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফেরদাউসের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত আয়াত উল্লাহ মাদরাসা থেকে দুই ছাত্রীকে বের করে রূপনগর এলাকা হয়ে কক্সবাজারে নিয়ে যান। সেখানে একটি হোটেলে তাদের নির্যাতন করেন।

ভুক্তভোগীদের মা জানান, তার কন্যারা মাদরাসায় পড়াশোনা করছিল এবং ঘটনার পর তারা মানসিকভাবে ভেঙে পড়েছে। তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগীদের নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে। মামলা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর