১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

আফগানিস্তান কোচ জানতেন, ‘এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ’

আফগানিস্তান কোচ জানতেন, ‘এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ’

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাংলাদেশের ইতিহাসে কোনো বড় শিরোপা নেই। এমনকি বৈশ্বিক কোনো টুর্নেমেন্টের ফাইনালও খেলতে পারেনি টাইগাররা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার খেলেছিল সেমিফাইনাল। তবে এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেলেছে বাংলাদেশ দল।

একাধিকবার ফাইনাল খেললেও কখনই ধরা দেয়নি শিরোপা। অথচ আফগানিস্তান কোচ জনাথন ট্রট ভাবতেন, বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে। আগামীকাল এশিয়া কাপে টাইগারদদের বিপক্ষে লড়বে আফগানিস্তান। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে ভুল ভাঙতেই যেন একটু হতাশ হলেন ট্রট।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান বেশ সফল বাংলাদেশের বিপক্ষে। জনাথন ট্রট বলেন, ‘আমারও তাই মনে হয়। তবে দেখুন বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে।‘ পরে সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে বলেন, ‘ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। তারা এখন ট্রফি জিততে চায়।‘এরপরেও ট্রটের মনে হতে থাকে, কোথাও কোনো ভুল হচ্ছে। আবারো দাবি করলেন, ওয়ানডেতে একবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এরপর গুগোল চেক করে নিশ্চিত হলেন, তিনি সঠিক নাকি ভুল। ট্রট বলেন, ‘আমার মনে হয় তারা পঞ্চাশ ওভারের এশিয়া কাপ জিতেছে। জিতেনি? তুমি কি নিশ্চিত? দাঁড়াও চেক করে নিই।‘

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর