১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ইরানে সামরিক পোশাকে রাজতন্ত্রপন্থী পতাকা নিয়ে ছবি, গ্রেপ্তার ২

ইরানে সামরিক পোশাকে রাজতন্ত্রপন্থী পতাকা নিয়ে ছবি, গ্রেপ্তার ২

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ইরানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর জের ধরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ভিডিওতে তাদের সামরিক পোশাক পরে তেহরানের একটি মেট্রো স্টেশনে রাজতন্ত্রপন্থী প্রতীকযুক্ত পতাকা তুলে ধরতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

ভিডিওটিতে দুই দুই ব্যক্তিকে দেখা যায় ইরানের সাবেক রাজতন্ত্রের প্রতীক ‘সিংহ ও সূর্য’ চিহ্নযুক্ত একটি পতাকা উঁচিয়ে ধরতে।
ভিডিওটি ইরানে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

ফার্স জানিয়েছে, তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ওই দুই ব্যক্তি ইরানি সশস্ত্র বাহিনীর সদস্য নন, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ফার্সের ভাষ্যমতে, ‘সামরিক ইউনিফর্মের অপব্যবহার করার কারণে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

একই ঘটনা নিয়ে অন্যান্য স্থানীয় মাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে।

ইরানের জাতীয় পতাকা—সবুজ, সাদা ও লাল—১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর পরিবর্তন করা হয়, যখন পশ্চিমা-সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভী ক্ষমতাচ্যুত হন।

রাজতন্ত্রীদের ব্যবহৃত ‘সিংহ ও সূর্য’ প্রতীকের পরিবর্তে বর্তমানে ব্যবহৃত লাল প্রতীকটি যোগ করা হয়, যা ‘আল্লাহ’ শব্দের আকৃতি ধারণ করে এবং একটি টিউলিপের মতো নকশা করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর