১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

এবার ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

এবার ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কাচেহরি (জেলা আদালত) এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

নাকভি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘দুপুর ১২টা ৪০ মিনিটে আদালত প্রাঙ্গণে আত্মঘাতী হামলা চালানো হয়। এখন পর্যন্ত ১২ জন শহীদ হয়েছেন, আহতের সংখ্যা প্রায় ২৭।
ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী রুস্তম মালিক বলেন, ‘আমি গাড়ি পার্ক করে ভেতরে ঢোকার সময় হঠাৎ প্রবেশদ্বারে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়। আইনজীবীসহ সাধারণ মানুষ দৌড়ে নিরাপদ জায়গায় যেতে থাকে। আমি নিজ চোখে গেটের সামনে দুজনের মৃতদেহ দেখেছি, আশপাশে কয়েকটি গাড়ি আগুনে জ্বলছিল।
আরেক প্রত্যক্ষদর্শী আইনজীবী মোহাম্মদ শহজাদ বাট জানান, ‘বিস্ফোরণটি ছিল প্রচণ্ড শক্তিশালী। আতঙ্কে সবাই ছুটতে থাকে। আমি অন্তত পাঁচটি মৃতদেহ গেটের সামনে পড়ে থাকতে দেখেছি।’ 

এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১২টি মরদেহ ও ২০ জন আহতকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
বিস্ফোরণের পরই পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। সেখানে বেশ কয়েকটি সরকারি দপ্তর রয়েছে।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা এলাকায় পার্ক করা একটি গাড়ি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। সে ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর