১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

কনটেন্ট ক্রিয়েটর হতে চান? ভিডিও এডিটিংয়ে সাহায্য করবে ফ্রি ৪ এআই টুল

কনটেন্ট ক্রিয়েটর হতে চান? ভিডিও এডিটিংয়ে সাহায্য করবে ফ্রি ৪ এআই টুল

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উপার্জনের এক বড় উপায় হয়ে উঠেছে। ফলে অনেকেই চাইছেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের জন্য কনটেন্ট তৈরিকেই পেশা হিসেবে ধারণ করতে। তবে সেখানেও কিছু সমস্যা তো রয়েছে। কিভাবে ভিডিও এডিট করবেন, তা নিয়ে চিন্তায় পড়েন অনেকে।

কারণ প্রথমেই ক্যামেরা, এডিটিং অ্যাপের জন্য বড় অঙ্ক খরচ করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

কিন্তু জানেন কি, এই সমস্যা সমাধান করতে পারে এআই টুল? এমন কিছু টুল রয়েছে, যা বিনা মূল্যে ভিডিও এডিট করে দিতে পারে আপনার মনের মতো করে। চলুন, আজ জেনে নিন সেগুলো কী কী।

এই তালিকায় প্রথমেই রয়েছে VEED.IO। শর্ট ভিডিও তৈরির জন্য এই টুল আর্দশ। সাইন আপ করার পর যেতে হবে ক্রিয়েট প্রজেক্টে। এরপর বেছে নিতে হবে কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও করতে চাইছেন সেটা।

এরপর ভিডিও অ্যাড করে প্রয়োজন মতো সাবটাইটেল ও অডিও যোগ করে ফেললেই হয়ে গেল!

২. Descript

দ্বিতীয়ত, ব্যবহার করতে পারেন Descript। নিমেষে ভিডিও তৈরি করতে পারবেন এই টুল ব্যবহার করে। টেক্সট ডকুমেন্ট ব্যবহার করেও ভিডিও তৈরি করতে পারবেন এতে।

৩. Invideo

এই টুল ব্যবহার করে ভিডিও তৈরি করতে হলে আপনাকে বিস্তারিত লিখতে হবে, ঠিক কী চাইছেন। কেমন ভয়েসওভার প্রয়োজন।

ব্যস, তাহলেই আপনার কাজ শেষ। এরপর এআই-ই আপনার জন্য তৈরি করে দেবে ভিডিও।

৪. Wisecut

ভিডিও তৈরির জন্য চোখ বন্ধ করে ভরসা করতে পারেন Wisecut-এর ওপর। সাবটাইটেল যুক্ত করার পাশাপাশি ভিডিওর অপ্রয়োজনীয় শব্দ বাদ দেওয়াসহ সবকিছুই করতে পারবেন এতে। তাও আবার একেবারে বিনা মূল্যে।

যারা বিনিয়োগ না করেই সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করতে চাইছেন, তাদের আর চিন্তা কী! হাতে থাকা মোবাইলে রেকর্ড করুন ভিডিও। ওপরের যেকোনো এআই টুল ব্যবহার করে তা এডিট করে আপলোড করে দিন সোশ্যাল হ্যান্ডেলে।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর