১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

কল্পনারও ঊর্ধ্বে নেককারদের জন্য প্রস্তুত পুরস্কার

কল্পনারও ঊর্ধ্বে নেককারদের জন্য প্রস্তুত পুরস্কার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মানুষের হৃদয় স্বভাবতই প্রত্যাশায় ভরা। সে সুখ খোঁজে, শান্তি চায়, এমন এক আনন্দের আকাঙ্ক্ষা লালন করে; যার পর আর কোনো দুঃখ না থাকে। কিন্তু দুনিয়ার প্রতিটি সুখই ক্ষণস্থায়ী; প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে বিচ্ছেদের সম্ভাবনা। এখানকার কোনো প্রাপ্তিই পূর্ণ নয়, কোনো আনন্দই চিরস্থায়ী নয়।

এই সীমাবদ্ধ দুনিয়ার গণ্ডি ছাড়িয়ে, মানুষের কল্পনারও ঊর্ধ্বে যে এক চিরস্থায়ী সুখের জগৎ রয়েছে; তারই এক অপূর্ব ঝলক তুলে ধরেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের হাদিসে-

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ اللهُ أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ وَلاَ أُذُنٌ سَمِعَتْ وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ্ ঘোষণা করলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি, কোন মানুষের কল্পনায়ও আসেনি। (বুখারি, হাদিস : ৭৪৯৮)

হাদিসের ব্যাখ্যা

এই হাদিস আমাদের সামনে জান্নাতের এমন এক বাস্তবতার কথা তুলে ধরে, যা মানুষের ইন্দ্রিয় ও কল্পনার সীমার বাইরে। দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য, সবচেয়ে সুমধুর শব্দ কিংবা সবচেয়ে গভীর কল্পনাও জান্নাতের নেয়ামতের প্রকৃত রূপ আঁকতে অক্ষম।

কারণ জান্নাত কোনো মানবিক সৃষ্টির ফল নয়; এটি স্বয়ং আল্লাহর অনুগ্রহে প্রস্তুত এক পরিপূর্ণ পুরস্কার। যা কেবল নেককার বান্দাদের জন্য সংরক্ষিত।

এখানে লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ এই পুরস্কার ঘোষণা করেছেন “আমার নেককার বান্দাদের জন্য”। অর্থাৎ জান্নাত কেবল আকাঙ্ক্ষার বিষয় নয়; বরং ঈমান, আমল, তাকওয়া ও ধৈর্যের মাধ্যমে অর্জনের লক্ষ্য।

যারা দুনিয়ার ক্ষণস্থায়ী লোভ ও পাপের আহ্বানকে প্রত্যাখ্যান করে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়, এই অফুরন্ত নেয়ামত তাদেরই জন্য।

আজ যখন মানুষ দুনিয়ার সামান্য আরামের জন্য নিজের ঈমান, নৈতিকতা ও আখিরাতকে বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যায়; তখন এই হাদিস তখন আমাদের নতুন করে ডাক দেয়; আর আমাদের বিবেকের কাছে প্রশ্ন তোলে; আমরা কি এমন জান্নাতের বিনিময়ে এই তুচ্ছ দুনিয়াকে বেছে নিচ্ছি?

আসুন, আমরা নিজেদের আমল ও নিয়তকে নতুন করে যাচাই করি। দুনিয়ার সীমাবদ্ধ সুখের মোহ কাটিয়ে চিরস্থায়ী পুরস্কারের পথে ফিরে আসি। আল্লাহ যেন আমাদেরকে সেই নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যাদের জন্য তিনি এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছেন; যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি। আমিন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর