২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

কিবোর্ডে যুক্ত হতে পারে নতুন ৯ ইমোজি, কোনটির মানে কী

কিবোর্ডে যুক্ত হতে পারে নতুন ৯ ইমোজি, কোনটির মানে কী

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

রাগ, অভিমান, অবসাদ, আনন্দ সব অনুভূতিকে এক কথায় প্রকাশ করতে আধুনিক যুগে ব্যবহার হয় ইমোজি। এই সময়ে সবকিছু কি আর মুখে বলা যায়! সব কথা মুখে বলতে ভালোও লাগে না। আর সে জন্য মনের কথা প্রকাশ করার উপায় এই ইমোজি। হঠাৎ কাজের মাঝে সঙ্গীর জন্য মন কেমন করে উঠলে অনুভূতি প্রকাশ্যে অব্যর্থ এই ইমোজি।

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে মাঝে মাঝেই তালিকায় যুক্ত হয় নতুন নতুন ইমোজি। চলতি বছরে সবার কিবোর্ডে যুক্ত হতে পারে নতুন ৯ টি ইমোজি। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কী কী এবং সেগুলোর কাজ কী। 

ইমোজিপিডিয়া থেকে পাওয়া সূত্র বলছে, যে ৯টি নতুন ইমোজি আসতে চলছে, তার মধ্যে আকর্ষণের কেন্দ্রে থাকবে দুটি।

একটি হলো পিকল, যা অর্থে আচার হলেও এখানে বোঝানো হচ্ছে বিশেষ কোনো মসলা বা ভিনেগার দিয়ে প্রিজার্ভ করা শসা। ছবিটিতে দেখা যাচ্ছে শসা-ই। অপরটি হলো মিটিয়র বা উল্কাপিণ্ড।

এ ছাড়া থাকছে হাসিমুখের একটি ইমোজি, যার চোখ থাকবে কোঁচকানো, থাকবে বামদিকে ঘোরানো একটি বুড়ো আঙুল, ডানদিকে ঘোরানো একটি বুড়ো আঙুল, লাইটহাউস অর্থাৎ বাতিঘর, মোনার্ক প্রজাপতি অর্থাৎ কমলা, কালো ও সাদা রঙের প্রজাপতি।

এটি জীবনচক্রের জন্য পরিচিত। এরা প্রতিবছর হাজার হাজার মাইল ভ্রমণ করে।

নতুন ইমোজির তালিকায় থাকছে ইরেজার। থাকবে একটি হাতলযুক্ত জালের ইমোজিও। মনে করা হচ্ছে, এই পিকল ও মোনার্ক প্রজাপতির ইমোজি ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে উঠে আসবে।

কবে থেকে যুক্ত হবে ইমোজিগুলো

জানা যাচ্ছে, বিষয়টা এখন খসড়া পর্যায়ে রয়েছে। এরপর ইউনিকোড এই ইমোজির তালিকা পাঠাবে স্যামসাং, অ্যাপল, গুগলের মতো সংস্থাকে। তাদের পক্ষ থেকে অ্যাপ্রুভাল মিললে তবে ব্যবহারকারীরা এই ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন।

মনে করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে কিবোর্ডে যুক্ত হতে পারে এই ৯ চিহ্ন। তবে অর্থ না যেনে ভুলেও এই ইমোজি যেন কাউকে পাঠিয়ে বসবেন না। 

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর