ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে ঋণ খেলাপির অভিযোগে ওই আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে, হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন। তারও আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুলের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন হাসনাত।
এদিন, শুনানিতে মঞ্জুরুলের বিরুদ্ধে হাসনাতের করা অভিযোগের সত্যতা পায় ইসি। সেজন্য তার মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে, হাসনাতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর করা অভিযোগ শুনানিতে গৃহীত না হওয়ায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।







