২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি মার্টিন

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি মার্টিন

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিন মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কৃত্রিম কোমায় রয়েছেন। ৫৪ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মার্টিন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ইনডিউসড কোমায় রাখার সিদ্ধান্ত নেন।

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন মার্টিন। চারটি অ্যাশেজ সিরিজে অংশ নেওয়া এই ব্যাটসম্যান ২০০৬–০৭ অ্যাশেজের তৃতীয় টেস্টের আগে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপও জিতেছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ মার্টিনের অসুস্থতায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, ‘ড্যামিয়েনের অসুস্থতার খবরে আমরা সবাই মর্মাহত।

ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিশ্বজুড়ে ক্রিকেট সমাজের সবার শুভকামনা এই সময়ে তার সঙ্গে রয়েছে।’

মার্টিন পরিবারের পক্ষ থেকে তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট নিশ্চিত করেছেন, মার্টিন সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ‘চিকিৎসকেরা আশাবাদী, আগামী কয়েক দিনের মধ্যেই মার্টিনকে কোমা থেকে বের করে আনা সম্ভব হতে পারে।’

মেনিনজাইটিস একটি মারাত্মক সংক্রমণ, যা মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সুরক্ষামূলক ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি করে।

এদিকে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের সাবেক তারকা ব্র্যাড হার্ডি পার্থের ৬পিআর রেডিওতে বলেন, ‘বক্সিং ডেতে ড্যামিয়েন মার্টিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন কুইন্সল্যান্ডের হাসপাতালে আছেন।’

নর্থ্যাম্পটনশায়ারের প্রধান কোচ ও সাবেক অজি সতীর্থ ড্যারেন লেহম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘অনেক ভালোবাসা ও প্রার্থনা… শক্ত থাকো, লড়াই চালিয়ে যাও কিংবদন্তি।’

ক্যারিয়ারে মার্টিন টেস্ট ক্রিকেটে ৪৬.৩৭ গড়ে ৪,৪০৬ রান করেন। ওয়ানডেতে ২০৮ ম্যাচে তার রান ৫,৩৪৬, গড় ৪০।

এই ফরম্যাটে তার রয়েছে পাঁচটি শতক ও ৩৭টি অর্ধশতক।

২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে ভাঙা আঙুল নিয়ে অপরাজিত ৮৮ রান করে অস্ট্রেলিয়াকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্টিন। সেই সঙ্গে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়ে ২০০৩ সালে বিদেশি খেলোয়াড় হিসেবেও খেলেছিলেন তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর