১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী

খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

‘চারটি ছেলে-মেয়েসহ ছয়জনের পরিবারে কাজ করার মানুষটিও দুর্ঘটনায় ঘরে বসে আছে। বাচ্চাদের স্কুলের খরচ চালানো কঠিন। একটু মাথা গোজার ঠাঁই নাই। এই সেলাই মেশিনে যেন প্রাণ ফিরে পেলাম।

আর যা হোক কাজ করে খেতে পারব, বাঁচতে পারব। কত কাজের জন্য ঘুরছি কেউ কাজ দেয়নি। বসুন্ধরা গ্রুপ যেন এইভাবে মানুষের পাশে থাকে।’  

এভাবেই নিজের কষ্ট আর স্বপ্নের কথা বলছিলেন খুলনা নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশার হনুফা বেগম।

শুধু হনুফাই নয়, এমন নিত্য জীবন সংগ্রাম আর টিকের থাকার লড়াইয়ের থাকা ৬০জন অসচ্ছল ও অসহায় নারী সেলাই মেশিন পেয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন। 

শনিবার (১০ জানুয়ারি) খুলনার খালিশপুরে কলেজিয়েট গার্লস স্কুল মিলনায়নে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুক-ই-আযম। শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।

বক্তব্য দেন খুলনা আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা ইশরাত জাহান, খুলনা বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ আবেদ আলী শরীফ, নিউজপ্রিন্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খাতুন, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ফারুক-ই-আজম বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ। আমাদের আয় কম, সঞ্চয় কম, মুলধন কম, তাই বিনিয়োগও কম। এই যে একটি আরেকটির হাত ধরে ঘুরছে-এটিই দারিদ্র্যের দুষ্টচক্র। এ জন্য দরকার কর্মসংস্থানের উদ্যোগ, যা সরকারের একার পক্ষে সম্ভব নয়।

তিনি বসুন্ধরা গ্রুপ অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। আমি তাদের সামাজিক এই দায়বদ্ধ কর্মসূচির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জানামতে, অনেক মা-বোন একটি সেলাই মেশিন দিয়ে সংসার পরিচালনা করছেন। আজকের এই নারীরাও আগামীদিনে সাবলম্বী হয়ে উঠবেন। বসুন্ধরা এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকুক।’ 

জাকারিয়া জামান শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই প্রতিষ্ঠান। সারা দেশে এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ পিছিয়ে পড়া নারীদের জীবন আলোকিত করবে।

আর্থিক অসচ্ছল এসব নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিনামূল্যে এসব সেলাই মেশিন পাওয়ায় খুশি নারীরা। তারা এখন আত্মনির্ভরশীল হয়ে উঠার স্বপ্ন দেখছেন। মেশিন পেয়ে নিজের স্বপ্নের কথা জানান মন্দিরা রায় পূজা। 

তিনি বলেন, ‘আমি যেমন বসুন্ধরা গ্রুপের কাছ থেকে উপকৃত হয়েছি। তেমনি আমিও আমার সাধ্য অনুযায়ী নিজেদের কাজের পাশাপাশি অন্যদের পাশে থাকতে চাই। তারাও যেন সাবলম্বী হয় সেই চেষ্টা করব।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর