১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

খেলবেন হামজা চৌধুরী, অপেক্ষায় শমিত সোম: আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা

খেলবেন হামজা চৌধুরী, অপেক্ষায় শমিত সোম: আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ক্রীড়া প্রতিবেদক:
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন তুমুল উত্তেজনা। এই ম্যাচের জন্য দেশের ফুটবলের ‘পোস্টারবয়’ হামজা চৌধুরী নিশ্চিতভাবে খেলছেন বলে জানা গেছে। অন্যদিকে, কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোমের মাঠে নামা নির্ভর করছে তার ক্লাব থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার ওপর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সূত্রে খবর, লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী আগামী নভেম্বর মাসের ১৩ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই প্রীতি ম্যাচে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন। বাফুফের সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে আফগানিস্তানের সঙ্গে এই প্রীতি ম্যাচটি খেলবেন হামজা। তার ক্লাবের সঙ্গে এই বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে।
​অন্যদিকে, আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমকে আফগানিস্তান ম্যাচে পাওয়ার বিষয়েও আলোচনা চলছে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি আগেই পেয়েছেন। তবে তার ক্লাব থেকে অফিশিয়াল ছাড়পত্র বা ‘সবুজ সংকেত’ পাওয়ার পরেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। বাফুফে আশা করছে, দ্রুতই এই বিষয়ে ইতিবাচক খবর আসবে।
​হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলারের অংশগ্রহণ দেশের ফুটবলের জন্য এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর রাত ৮টায়। এই ম্যাচটি এশিয়ান কাপ বাছাইপর্বে ভালো করার জন্য দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

,
,

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর