১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও বুধবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে। এতে গত বছরের যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটল।

সূত্রটি আনাদোলুকে জানায়, হামলাটি গাজা সিটির পূর্বাঞ্চলের আল-তুফ্ফাহ এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হয়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই এলাকা থেকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করেছিল।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের বাহিনীর ওপর গুলি চালানো হয়েছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। এই হামলায় পুরো গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে ৪২৪ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ১ হাজার ১৮৯ জনকে আহত করেছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর