২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশা



ঘন কুয়াশায় আবারও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে এই নৌপথে চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে যানবাহনের চালকসহ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি, লঞ্চ সহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল মধ্যরাত থেকে পুনরায় এই নৌপথে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়ে। এক পর্যায়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আজ ভোর সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করে দেয়।

এ সময় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকার ৩নম্বর ফেরি ঘাটে কে–টাইপ (মাঝারি) ফেরি বাইগার ও রো রো (বড়) ফেরি শাহ মখদুম, ৪ নম্বর ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ রহুল আমিন ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়।
এ ছাড়া রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার ৩ নম্বর ঘাটে কে–টাইপ ফেরি ঢাকা, ৪নম্বর ঘাটে রো রো ফেরি খান জাহান আলী এবং ৭ নম্বর ঘাটে রো রো ফেরি কেরামত আলী, ভাষা সৈনিক গোলাম মাওলা এবং ইউটিলিটি (ছোট) ফেরি হাসনা হেনা নোঙর করে থাকতে বাধ্য হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, টানা এক সপ্তাহ ধরে কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়াসহ নৌপথে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশা পড়তে থাকায় আজ ভোররাত সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নদী পাড়ি দিতে আসা বেশ কিছু গাড়ি উভয় ঘাটে আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর