১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

চীনে ৪ গোলে জয় বাফুফে একাডেমির

চীনে ৪ গোলে জয় বাফুফে একাডেমির

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। একই সময়ে বাফুফে একাডেমির অ-১৭ পর্যায়ের আরেকটি দল চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে খেলছে। আজ (রোববার) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে পরাজিত করেছে সেনইয়াং অ-১৭ দলকে।

বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। আশিকের গোলে বাংলাদেশ প্রথমার্ধে লিড নেয়। দ্বিতীয়ার্ধে তিন গোল আদায় করে ৫৪-৫৯ মিনিটের মধ্যে। তাহসান ৫৪ মিনিটে দ্বিতীয়ার্ধে গোলের যাত্রা শুরু করেন। পরের মিনিটে আশিক নিজের জোড়া গোল পূর্ণ করেন। ৫৯ মিনিটে হেদায়েতের গোলে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।

চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের গ্রুপে অন্য দুই দল দেশটির স্থানীয় ইউহান ও শ্রীলঙ্কা। আগামীকাল শ্রীলঙ্কা ও পরদিন চীনের আরেক প্রাদেশিক দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল গতকাল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর