১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

জামালপুরে মহিলা আ.লীগের সভাপতি রিক্তা গ্রেপ্তার

জামালপুরে মহিলা আ.লীগের সভাপতি রিক্তা গ্রেপ্তার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মাবিয়া আক্তার রিক্তাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বের) সন্ধ্যা ৬টার দিকে মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাবিয়া আক্তার রিক্তা মেষ্টা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মাবিয়া আক্তর রিক্তা। বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া এলাকা থেকে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, মেষ্টা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মাবিয়া আক্তার রিক্তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর