১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

টেন্ডুলকার পুত্র অর্জুনের বিয়ের তারিখ চূড়ান্ত

টেন্ডুলকার পুত্র অর্জুনের বিয়ের তারিখ চূড়ান্ত

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মুম্বাইয়ে টেন্ডুলকার পরিবারে এখন উৎসবের আমেজ। ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার আগামী ৫ মার্চ বিয়ে করতে যাচ্ছেন তার বাগদত্তা সানিয়া চন্দোককে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে ৩ মার্চ থেকে।

অধিকাংশ আয়োজন অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। টেন্ডুলকার পরিবারের দীর্ঘদিনের রীতি অনুযায়ী, বিয়েটি হবে একান্ত পারিবারিক ও মার্জিত আয়োজনে। অতিথি তালিকাও রাখা হচ্ছে সীমিত।

পরিবারঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘৩ মার্চ থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

বেশির ভাগ অনুষ্ঠান মুম্বাইতেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত টেন্ডুলকার বা সানিয়া পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। উল্লেখ্য, অর্জুন ও সানিয়ার বাগদানও হয়েছিল বেশ নীরবে। গত বছরের আগস্টে ঘরোয়া পরিবেশে বাগদান সারলেও দীর্ঘ সময় বিষয়টি প্রকাশ্যে আসেনি।

কয়েক মাস আগে এক রেডিট এএমএ সেশনে ছেলের বাগদানের খবর নিজেই নিশ্চিত করেন শচিন টেন্ডুলকার। এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, অর্জুনের বাগদান হয়েছে। আমরা সবাই তার জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খুবই আনন্দিত।’

বাগদানের পর অর্জুনকে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দেখা যায়। অন্যদিকে, সানিয়াকে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে শচিনের কন্যা সারার সঙ্গেও দেখা গেছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন অর্জুন ও সানিয়া। টেন্ডুলকার ও ঘাই পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। ধীরে ধীরে সেই বন্ধন থেকেই গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা কখনোই প্রচারের আলোয় আনা হয়নি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর