ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের চাপায় এক ৭০ বছর বয়সী বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় বরাবর সড়কে ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তির নাম আবুল কাশেম। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার বাসিন্দা।
মামলা সংক্রান্ত কাজে তিনি নারায়ণগঞ্জ জেলা জর্জ কোর্টে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন তখন ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি তেলের ড্রাম বোঝাই বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-২৭২২) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ তার লাশ উদ্ধার করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







