২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

দাউদকান্দিতে শিক্ষার্থীদের কারাতে শেখাচ্ছেন ইলিয়াস কোবরা

দাউদকান্দিতে শিক্ষার্থীদের কারাতে শেখাচ্ছেন ইলিয়াস কোবরা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

একসময় রুপালি পর্দায় খলনায়কের চরিত্রে দর্শকদের মনে আতঙ্ক ছড়ানো অভিনেতা ইলিয়াস কোবরা এখন শিশু-কিশোরদের হাতে তুলে দিচ্ছেন আত্মরক্ষার কৌশল। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

বর্তমান সমাজ বাস্তবতায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার দক্ষতা বাড়াতে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে অভিজ্ঞ মার্শাল আর্ট প্রশিক্ষক ইলিয়াস কুবরা শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন।

ইলিয়াস কোবরা বলেন, ‘কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একজন শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা শেখায়। ছোটবেলা থেকেই এসব শেখানো গেলে ভবিষ্যতে তারা আরো আত্মনির্ভরশীল হয়ে উঠবে।’

তিনি আরো বলেন, ‘একসময় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষকে বিনোদন দিয়েছি। এখন নতুন প্রজন্মকে নিরাপদ ও সচেতন করে গড়ে তোলার কাজে নিজেকে যুক্ত করতে পেরে ভালো লাগছে।

ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. সুমন সরকার বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার বিষয়ে সচেতন করতেই এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।’

অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আধুনিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার প্রশিক্ষণ বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। এতে শিক্ষার্থীরা যেমন আত্মবিশ্বাসী হবে, তেমনি বিপদে নিজেকে রক্ষা করার সক্ষমতাও অর্জন করবে।

ভবিষ্যতে দাউদকান্দি ও আশপাশের এলাকায় আরো বিস্তৃত পরিসরে কারাতে প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানান ইলিয়াস কোবরা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর