১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

দেশব্যাপী স্কুলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য : আসিফ আকবর

দেশব্যাপী স্কুলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য : আসিফ আকবর

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাংলাদেশের খেলাধুলায় ধারাবাহিকতা আনতে বাৎসরিক নয়, বরং পাঁচ, ১০ ও ১২ বছর মেয়াদি দীর্ঘমেয়াদী ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর। তার মতে, সুনির্দিষ্ট ক্রীড়া ক্যালেন্ডার থাকলে বিসিবি, বাফুফে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, কোনো সংস্থা বা টুর্নামেন্টের মধ্যে সংঘাত বা ক্লেস তৈরি হবে না।

আজ শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বছরে ১৫ থেকে ২২টি ম্যাচ আয়োজনের সক্ষমতা যাচাইয়ে সার্ভে চলছে, যাতে প্রতিটি জেলায় বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রম আরো নিয়মবদ্ধ ও গতিশীল করা যায়।
আসিফ আকবর বলেন, ‘জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এর ধারাবাহিকতায় দ্রুতই শুরু হবে। দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নই এখন আমাদের প্রধান লক্ষ্য। খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সব সুযোগ-সুবিধা ঠিক আছে কি না তা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তরুণ প্রজন্মের জন্য খেলাধুলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’

উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে এসে তিনি মাঠের অবকাঠামো, অনুশীলন সুবিধা ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের নেতারা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর