২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক পথশিশুর

দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক পথশিশুর

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মো. জাহিদ (১১) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদের বন্ধু রাব্বি জানান, তারা দুজনই রাস্তায় পড়ে থাকা বোতল কুড়িয়ে তা বিক্রি করে জীবন চালাতেন। রাতে দনিয়া কলেজের সামনের রাস্তা থেকে বোতল কুড়িয়ে তারা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক জাহিদকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে রাব্বিসহ স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, জাহিদ আর বেঁচে নেই।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আর দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর