১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা

নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ানো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের বিষয়ে ঘোষণা আসার আগে মাঠে নামবেন না বাংলাদেশের ক্রিকেটাররা। 

হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন এ ঘোষণা দিয়েছেন। 

দুপুর আড়াইটায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘এগুলো বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি।

আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন।

ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’

সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আরো বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না।

যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’ 

এদিকে, আজ আপত্তিকর মন্তব্যের কারণে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি। তাকে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। তার ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। পাশাপাশি বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের সহায়তা চাওয়া হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর