খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আদমজী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি আরো বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।







