১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নারায়ণগঞ্জের ফতুল্লায় মেলায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রথম আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আসামি কাউসারকে (৩০) গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগীর খালাতো বোন জামাই কাউসার তাকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। তারপর তাকে মেলায় না নিয়ে ফতুল্লার পশ্চিম নয়ামাটি এলাকার একটি বাড়ির ভাড়া কক্ষে নিয়ে যায়।
সেখানে কাউসার ও তার বন্ধু আওয়াল মিলে ভয়ভীতি দেখিয়ে ১৩ বছর বয়সী ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর কিশোরী অসুস্থ বোধ করলে আসামিরা তাকে একটি অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেয়। রাত আনুমানিক ১১টার দিকে বাড়ি ফিরে সে তার ভাই ইব্রাহিম হাওলাদারের কাছে ঘটনা খুলে বলে। পরবর্তী সময় ইব্রাহিম ফতুল্লা থানায় গণধর্ষণের মামলা করেন।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আসামি কাউসারকে শনাক্ত করে গ্রেপ্তার করি। আসামি কাউসারের আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর