২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

নার্সিসিজম সিনড্রোমে ভুগছেন রাকসু জিএস—দাবি ছাত্রদল নেতার

নার্সিসিজম সিনড্রোমে ভুগছেন রাকসু জিএস—দাবি ছাত্রদল নেতার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনে গিয়ে তারা স্মারকলিপি দেন।

মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা ‘আম্মারের ঠিকানা পাবনা, পাবনা’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তব্য দেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু।

তিনি বলেন, ‘চিকিৎসা মনোবিজ্ঞানে নার্সিসিজম সিনড্রোম নামে একটি বিষয় আছে, যেখানে ব্যক্তি নিজেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর মনে করে। ২০০২ সালের ‘Catch Me If You Can’ সিনেমার মতো আমাদের রাকসু জিএস কখনো নিজেকে প্রশাসক, কখনো শিক্ষক ভাবছেন। তার সাম্প্রতিক আচরণ সেই দিকেই ইঙ্গিত করে।’

তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনে তার ভূমিকা প্রশংসনীয়।

শিক্ষার্থীদের কল্যাণে সে কাজ করলে ছাত্রদল সহযোগিতা করবে। কিন্তু সীমা লঙ্ঘন করলে আমরা তা মেনে নেব না।’

তারেক রহমানের ব্যানার ছেঁড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিঠু বলেন, ‘ফেসবুকে আলটিমেটাম দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা কোনো সুস্থ ছাত্ররাজনীতির পরিচয় নয়। শিক্ষকের কলার ধরে টানা, ভবনে তালা ঝুলানো এগুলো কোনো ছাত্রের কাজ হতে পারে না।

সে ছাত্র হয়েও প্রশাসনের ভূমিকা নিতে চাইছে।’

শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘একজন নামধারী ছাত্র প্রতিনিধি নিয়মিত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে, ভবনে তালা দিচ্ছে। এসব অস্বাভাবিক কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা তার মানসিক চিকিৎসার দাবি জানাচ্ছি।’

কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নেছারউদ্দিনসহ বিভিন্ন হল ও অনুষদের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব তারেক রহমানের ব্যানার ছেঁড়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাত রয়েছে।

তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা এখনো ধৈর্য ধরে আছি। ধৈর্যের সীমা অতিক্রম করলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।’

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো একটি ব্যানার রোববার দুপুরে প্যারিস রোডে ছিঁড়ে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার সরানোর আলটিমেটাম দেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও পোষ্য কোটা, ডিনদের পদত্যাগ ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সালাহউদ্দিন আম্মারকে ঘিরে দেশব্যাপী আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর