২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

প্রাচীন মিসরের পিরামিডে কী রাখতেন ফারাওরা?

প্রাচীন মিসরের পিরামিডে কী রাখতেন ফারাওরা?

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

প্রাচীন মিসরের পিরামিডগুলো যুগ যুগ ধরে রহস্য ও বিস্ময়ের প্রতীক। তবে নতুন গবেষণায় দেখা গেছে, এই পিরামিডগুলোর ভেতরে তুতেনখামেনের সমাধির মতো বিপুল ধন-সম্পদ রাখা হতো না।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক উলফ্রাম গ্রায়েটজকি বলেন, সবচেয়ে বড় পিরামিডগুলোর সমাধি তুলনামূলকভাবে সাধারণ ছিল, তুতেনখামেনের সমাধির মতো সমৃদ্ধি ছিল না।

খ্রিস্টপূর্ব আনুমানিক ২৬৩০ থেকে ১৫২৫ সাল পর্যন্ত প্রাচীন মিসরের ফেরাউনরা পিরামিডে দাফন করা হতো।

যদিও অধিকাংশ পিরামিড বহু শতাব্দী আগে লুট হয়ে গেছে, কিছু অক্ষত বা আংশিক অক্ষত সমাধি থেকে প্রাচীন সমাধি-প্রথা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, রানি নেফেরুপতাহর পিরামিডে মৃৎপাত্র, একাধিক কফিন, সোনায় মোড়ানো অলংকার এবং ওসাইরিস দেবতার প্রতীক পাওয়া গেছে। রাজা হোরের সমাধিতেও লিনেনে মোড়ানো দেহ, ক্যানোপিক জারে সংরক্ষিত অঙ্গপ্রত্যঙ্গ এবং মমির মুখোশ রয়েছে। রানি হেতেফেরেসের সমাধি তুলনামূলকভাবে সমৃদ্ধ হলেও, তুতেনখামেনের সমাধির মতো ধনসম্পদ সেখানে নেই।

প্রাচীন মিসরের পিরামিড নির্মাণের যুগে বড় ধনভাণ্ডার সমাধিতে রাখার প্রথা প্রচলিত ছিল না। নিউ কিংডম যুগে (খ্রিস্টপূর্ব আনুমানিক ১৫৫০–১০৭০) এই প্রবণতা কিছুটা বাড়লেও, কেন তা ঘটল তা পুরোপুরি জানা যায়নি।

যদিও সমাধি-সামগ্রী সীমিত ছিল, অনেক পিরামিডের দেয়ালে খোদাই করা ছিল ধর্মীয় ও আধ্যাত্মিক লেখাসমূহ, যা ‘পিরামিড টেক্সট’ নামে পরিচিত। এসব লেখায় মৃত ব্যক্তিকে পরকালীন যাত্রায় সাহায্য করার উদ্দেশ্যে মন্ত্র ও আচার-অনুষ্ঠানের উল্লেখ রয়েছে।

গবেষকরা মনে করেন, এই লেখাসমূহ প্রাচীন মিশরীয়দের মৃত্যুর পর আত্মার ধারণা ও পরকাল-ধারণার গুরুত্বপূর্ণ প্রমাণ।

সূত্র: লাইভ সায়েন্স

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর