১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ফেব্রুয়ারিতে আসছে জয়ার নতুন সিনেমা

ফেব্রুয়ারিতে আসছে জয়ার নতুন সিনেমা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

গেল বছরটা বেশ দারুণ কেটেছে জয়া আহসানের। মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। 

সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

জানালেন সিনেমার খবর। 

আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার ‘ওসিডি’ সিনেমাটি। পশ্চিমবঙ্গের পরিচালক সৌকর্য ঘোষালের এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে।

নিজের ফেসবুকে পোস্টারটি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।’

বলা দরকার, ২০২১ সালে এই সিনেমার কাজ শেষ হলেও এটি মুক্তির আলো দেখেনি। তবে ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর পর আরো কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, ‘এই সিনেমাটি আমার এক প্রতিবাদের ভাষা বলা যেতে পারে। এতে এমন অনেক মানুষ ও শিশুদের কথা তুলে ধরা হয়েছে, যারা প্রতিনিয়ত এমন কিছু ঘটনার শিকার হয়, যা তারা কোনো দিন মুখ ফুটে বলতে পারে না। আমি নিজেও এমন অনেক শিশুকে দেখেছি, যারা পরিবারকে পাশে না পেয়ে চুপ করে যায়। অন্যদিকে অপরাধীরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়।

মাঝখান থেকে একটি গোটা জীবন নষ্ট হয়ে যায়, যার কোনো সমাধান নেই।’


নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর