১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বরগুনায় দুদকের গণশুনানি

বরগুনায় দুদকের গণশুনানি

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, সামাজিক সচেতনতা ও সরকারি দপ্তরে সেবার মান বাড়ানো এবং সেবাগ্রহীতাদের হয়রানি রোধে বরগুনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৫তম গণশুনানি হয়েছে। 

রবিবার (১২ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী আয়োজনে এবং জেলা প্রশাসন, বরগুনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। সঞ্চালনায় ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শফিউল আলম।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে এসে ভোগান্তি বা হয়রানির শিকার হওয়া সাধারণ মানুষ তাদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে দুদক কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত দেয়।

দুদক জানায়, সরকারি সেবার মান নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা বাড়ানো এবং সামাজিক মূল্যবোধ জোরদার করার মাধ্যমে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির আসল লক্ষ্য।

গণশুনানি ঘিরে বরগুনার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, অভিযোগ বুথ ও বাক্স বসানোসহ গণমাধ্যমে সপ্তাহব্যাপী প্রচারণা চালানো হয়। এতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর