১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বরিশালে রঙিন প্রতিবাদ শিশুদের তুলিতে ।

বরিশালে রঙিন প্রতিবাদ শিশুদের তুলিতে ।

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বেলস পার্কসংলগ্ন লেকের ধারে রোদের ঝিলিক। পাড়ের কচি ঘাসে পা রাখতেই বোঝা যায়, প্রকৃতির বুক চিরে কেউ যেন কংক্রিটের দাগ টানতে এসেছে। সেই ক্ষোভই আজ র‌বিবার (৫ অক্টোবর) রঙতুলিতে তুলে ধরল শহরের শিশু-কিশোরেরা।

আজ সকাল ১০টায় লেকের পাড়ে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিবাদী এই চিত্রাঙ্কনের নাম দেওয়া হয় ‘কালের সাক্ষী আমরাও’। সর্বস্ত‌রের নাগ‌রিক‌দের ব‌্যানা‌রে এই কর্মসূচি পা‌লিত হ‌য়ে‌ছে।

বয়সে ছোট, কিন্তু ভাবনায় গভীর-একেকটি ক্যানভাসে ফুটে উঠেছে বেলস পার্কের লেক ঘেরা শৈশব, দোয়েলের ডাক, রে‌ন্ট্রিগাছের ছায়া, আর পাশে কংক্রিটের উঁচু দেয়ালের হুমকি। ছয় বছরের তৃষা থেকে অষ্টম শ্রেণির রিয়াদসহ শিশু-কিশোরেরা রঙে তুলিতে তুলে ধরেছে লেকের জলে ভেসে থাকা সূর্য, দোয়েলের ডাক আর রেন্ট্রিগাছের ছায়া।

ছাত্র-ছাত্রীরা দেয়ালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখেছে, ‘দেয়াল নয়, গাছ দাও।’

অষ্টম শ্রেণির রিয়াদ বলে, ‘এখানে হাঁটতে আসতাম মা-বাবার সঙ্গে। এখন দেয়াল তুললে লেকটাই দেখা যাবে না। তাই আজ ছবি এঁকে প্রতিবাদ করছি।

আয়োজকদের এক জন ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আমরা চাই শিশুরা যেন ছোটবেলা থেকেই বুঝে নেয়- প্রকৃতি কোনো বিলাসিতা নয়, বেঁচে থাকার শর্ত।’

দেয়ালের বিরুদ্ধে এই চিত্রাঙ্কন যেন প্রতিধ্বনি তুলল শহরের মানুষের মনের কথা। আয়োজকরা বল‌ছেন, লে‌কের ধারে কংক্রিট নয়, চাই খোলা আকাশ আর সবুজের শ্বাস। শুধু দেয়াল নির্মাণ বন্ধ নয়, যেটুকু নি‌র্মিত হ‌য়ে‌ছে তা ভেঙে ফেলার দাবি তাদের।

চলতি বছ‌রের সে‌প্টেম্বরের শেষ দি‌কে লেকের পাশে দেয়াল তোলার কাজ শুরু হয়।

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নে অর্থায়‌নে এই লেক ঘি‌রে দেয়াল নির্মা‌ণের কাজ এগি‌য়ে চল‌ছে। এ নি‌য়ে কা‌লের ক‌ণ্ঠে সংবাদ প্রকা‌শের পর নাগরীক‌দের ব‌্যানা‌রে মানববন্ধন, স্মারক‌লি‌পি প্রদা‌নের পর আজ প্রতিবাদী চিত্রাঙ্কন প্রতি‌যো‌গিতা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। তবে শিশুদের এই রঙিন প্রতিবাদের পর, প্রশাসনের চোখ কি খুলবে? এখন অপেক্ষা সেই কালের সাক্ষীদের। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর