১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সিরাজগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকায় এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কেন্দ্রে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলার প্রত্যন্ত এলাকার চালিতাডাঙ্গা, স্থলবাড়ি, কুনকুনিয়া ও ছালাভরা গ্রামের মোট ১৫ জন নারী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে রয়েছেন ৮ জন শিক্ষার্থী, ৪ জন গৃহিণী এবং ৩ জন স্বামী পরিত্যক্তা নারী।

প্রশিক্ষণ নিতে আসা নারীরা জানান, বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিনামূল্যে সেলাই মেশিনের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে সেলাইয়ের কাজ করে নিজেরা আয় করতে পারবেন এবং সংসারের আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাব্বি হাসান হৃদয়, সাধারণ সম্পাদক মো. আশকারুল হক, সহ-সভাপতি আশা সরকার, কোষাধ্যক্ষ রাশেদা পারভীন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নুসরাত সাথী, নারী বিষয়ক সম্পাদক রেশমা জাহান, সদস্য মেরাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে অসচ্ছল নারীরা দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠবে, যা সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর