২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের নতুন বার্তা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের নতুন বার্তা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক এসব ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, ‘গত কয়েক দিনে বাংলাদেশে যে ভ্রান্ত বয়ান প্রচার করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করে আমরা একাধিক বিবৃতি দিয়েছি।’

অমৃত মণ্ডলের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চরমপন্থীদের হাতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে লাগাতার সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক।’

এ ছাড়া ময়মনসিংহের দিপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত।

এ অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছে দেশটি।

জয়সওয়াল দাবি করেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাধীন বিভিন্ন সূত্রের তথ্য মতে সংখ্যালঘুদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ভূমি দখলসহ মোট ২ হাজার ৯০০টিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই ঘটনাগুলোকে কোনোভাবেই মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা বলে এড়িয়ে যাওয়া যায় না।’

সূত্র : পিটিআই

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর