১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বিক্রির পথে কোহলির আরসিবি, মূল্য ছুঁতে পারে ২ বিলিয়ন ডলার!

বিক্রির পথে কোহলির আরসিবি, মূল্য ছুঁতে পারে ২ বিলিয়ন ডলার!

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

গেল মৌসুমে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের প্রথম শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি : এএফপি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির কথা ভাবছে এর মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও। সংস্থার আশা, আগামী ৩১ মার্চের মধ্যে দলটির মালিকানা নতুন হাতে হস্তান্তর করা সম্ভব হবে।

ব্রিটিশ মালিকানাধীন ডিয়াজিও বুধবার মুম্বাই স্টক এক্সচেঞ্জকে দল বিক্রির এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। সংস্থাটি একে ‘বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা’ হিসেবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও।
সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজিত আইপিএল ও নারী আইপিএল (ডব্লিউপিএল)-এ অংশ নেয় তাদের মালিকানাধীন দুটি দল। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিকদের হাতে দলগুলোর মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে ডিয়াজিও।

ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রবীণ সোমেশ্বর বলেন,
‘আরসিএসপিএল ইউএসলের একটি মূল্যবান ও কৌশলগত সম্পদ।’

প্রবীণ সোমেশ্বর আরও বলেন,
‘তবে এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য কৌশলগতভাবে ততটা গুরুত্বপূর্ণ নয়। এই পদক্ষেপ ইউএসএল ও ডিয়াজিওর ভারতের এন্টারপ্রাইজ পোর্টফোলিও পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতিকে আরও জোরদার করে, যাতে আরসিএসপিএলের সর্বোত্তম স্বার্থ রক্ষা করে দীর্ঘমেয়াদে সব স্টেকহোল্ডারের জন্য স্থিতিশীল মূল্য প্রদান সম্ভব হয়।’

ব্লুমবার্গ নিউজের তথ্য অনুযায়ী, মালিকপক্ষ বর্তমানে দলের আংশিক বা সম্পূর্ণ বিক্রির সম্ভাবনা যাচাই করছে। অনুমান করা হচ্ছে, দলের মূল্য হতে পারে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার।

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পরিকল্পনা করছে ডিয়াজিও।

ক্রিকেটের সঙ্গে আর সরাসরি যুক্ত থাকতে চায় না ডিয়াজিও।
২০২৫ সালে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এর এক বছর আগে, ২০২৪ সালে নারী দলটি ডব্লিউপিএলের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়।
দু’বছর পরপর এমন সাফল্যের পরও ডিয়াজিওর দল বিক্রির সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর