ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ পার্থ শেখ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানকে বিয়ে করেছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিয়ে করেছেন এই দম্পতি। পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু।
তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে পার্থ ও সামিহার দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরাও উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে তিনি শুভকামনা জানিয়েছেন। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ শেখ ও সামিহা রহমানকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে।
তাদের একসঙ্গে তোলা ছবি ও মুহূর্ত প্রায়ই শেয়ার করতেন পার্থ, যা ভক্তদের মাঝেও আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিনের সেই প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত পরিণয় পায় বিয়েতে।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা পার্থ শেখ গত দুই বছরে অভিনয়ে ব্যাপক পরিচিতি অর্জন করেন। তিনি নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় করছেন।
পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ কারাগার-এ অভিনয়ের মাধ্যমেও দর্শকের নজর কাড়েন এই অভিনেতা।







