২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বিরতির পর রাতে ফিরছে চ্যাম্পিয়নস লিগ

বিরতির পর রাতে ফিরছে চ্যাম্পিয়নস লিগ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print


আজ রাতে ফিরছে উইয়েফা চ্যাম্পিয়নস লিগ। প্রতিযোগিতায় এর আগে শেষ ম্যাচটি হয়েছিল এক মাসেরও বেশি সময় পর। বার্নাব্যুতে মোনাকোকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। 

একই রাতে ইন্তার মিলানের আতিথ্য গ্রহণ করবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে টটেনহামকে মোকাবিলা করবে বরুশিয়া ডর্টমুন্ড। তিনটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত ২টায়। 

একই সময়ে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ আছে মোট ৭টি। পিএসজিকে লড়তে হবে স্পোর্টিং লিসবনের মাঠে। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের প্রতিপক্ষ জার্মানির দল বায়ার লেভারকুসেন। এর আগে রাত ১১টা ৪৫ মিনিটে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে নরওয়ের ক্লাব বোদোগ্লিম্প।

ইন্তার মিলান-আর্সেনাল ম্যাচটি আলাদা আকর্ষণ করবে। ৬ ম্যাচে শতভাগ জয় নিয়ে ইতোমধ্যে সেরা আট নিশ্চিত করেছে এমিরেটসের দলটি। টেবিলের ছয়ে থাকা ইন্তার মিলানের সংগ্রহ ১২ পয়েন্ট। একটি জয় পারে নেরাজ্জুরিদের শেষ আটের পথ নিশ্চিত করতে।

সমান ৬ খেলায় ১১ পয়েন্ট করে আছে ডর্টমুন্ড এবং টটেনহামের। সেরা আটে থাকা শেষ দলটির সঙ্গে এই দুই দলের তফাত স্রেফ এক পয়েন্টের। এই ম্যাচে যে দল জিতবে তারাই ঢুকে যেতে পারে শেষ আটের মধ্যে। 

প্রতিযোগিতায় টটেনহামের বিপক্ষে সর্বশেষ ৬ দেখায় দুবার জয় জার্মান জায়ান্টদের। বিপরীতে চারবার ইয়োলো আর্মিদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্পার্সরা। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠের টটেনহামকে হারিয়েছিল ডর্টমুন্ড। আজ সেই স্মৃতি পুনরাবৃত্তি করতে চাইবে নিকো কোভাকের দল।

রিয়াল মাদ্রিদ বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। অলিম্পিক মার্সেই, কাইরাত আলমাতি, জুভেন্টাস এবং অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় এবং লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা। শীর্ষ আটে থাকা পোক্ত করতে মোনাকোর বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট দরকার রিয়ালের। তাতে সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলার যোগ্যতা নিশ্চিত করবে।

আজ রাতের পর আরবেলোয়ার দলের বাকি থাকবে কেবল এক ম্যাচ। পরের সপ্তাহে বুধবার রাতে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে খেলবে এই প্রতিযোগিতার সবচেয়ে বেশি ১৫ টি শিরোপা জেতা দলটি।

মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগে রিয়ালের কোচ আরবেলোয়া বলেন, ‘মোনাকোকে হারানো গেলে আমরা লক্ষ্যের (শেষ আট) অনেক কাছাকাছি চলে যাব।’ এই ম্যাচের জন্য কিলিয়ান এমবাপেকে দলে রাখা হয়েছে। ম্যাচের আগের দিন প্রস্তুতির সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছে ফ্রান্স ফরোয়ার্ড, ‘মোনাকোর বিপক্ষে জিততে আমাদের মাঠে লড়াই করতে হবে এবং সেরা আটের মধ্যে থাকতে জিততে হবে।’ 

মোনাকো এই মুহূর্তে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে রয়েছে। দুটি জয়, তিনটি ড্র এবং একটি পরাজয় তাদের। নকআউট স্থান থেকে কেবল তিন পয়েন্ট উপরে রয়েছে মোনাকো। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর