১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বিরল প্রতিদ্বন্দ্বিতা: কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী আপন দুই ভাই, এলাকায় চাঞ্চল্য!

বিরল প্রতিদ্বন্দ্বিতা: কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী আপন দুই ভাই, এলাকায় চাঞ্চল্য!

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি: কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী আজিজুর রহমান (বায়ে) এবং মোস্তাফিজুর রহমান।

কুড়িগ্রাম প্রতিনিধি:
​আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনে এক বিরল ও চাঞ্চল্যকর রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই পরিবারের আপন দুই সহোদর এবার দুটি ভিন্ন দলের প্রতীক নিয়ে একে অপরের বিরুদ্ধে ভোটযুদ্ধে লড়ছেন। তাদের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী এবং অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী।

ভোটের মাঠে দুই ভাই
​বিএনপির প্রার্থী: জানা গেছে, ওই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে প্রার্থী হয়েছেন বড় ভাই আজিজুর রহমান ।


​জামায়াতের প্রার্থী: অন্যদিকে, তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।


​আপন দুই ভাইয়ের এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে, যে আসনে বিএনপি-জামায়াতের ঐতিহ্যগত ভোটভিত্তি রয়েছে, সেখানে পারিবারিকভাবে দুই দিকে বিভক্ত হওয়ায় নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
​জামায়াত প্রার্থীর বক্তব্য
​জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন,
​”আমার ভাই বিএনপির প্রার্থী, তাতে ভোটে কোনো প্রভাব পড়বে না। আমার কয়েকজন চাচাতো ভাই নির্বাচনে নীরব থাকবে, কোনো দিকেই যাবে না। কোনো দিকে গেলে আমার দিকেই আসবে। আমি যেহেতু অনেক আগে থেকে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হয়েছি তাই মাঠ গুছিয়ে ফেলেছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
​স্থানীয়দের প্রতিক্রিয়া ও ভোটের সমীকরণ
​স্থানীয়রা বলছেন, একই পরিবারের দুই প্রার্থীর এই লড়াই ভোটারের আচরণে প্রভাব ফেলতে পারে এবং বিএনপি-জামায়াত ঘরানার ভোটে বিভাজন তৈরি হতে পারে। এই আসনে দীর্ঘদিনের মিত্র এই দুই দলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে লড়ায় ভোটের ফলাফল কোন দিকে মোড় নেয়, তা নিয়ে চলছে জোর আলোচনা।
​এই ঘটনা কেবল কুড়িগ্রাম-৪ আসনেই নয়, সারা দেশে রাজনৈতিক অঙ্গনে এক বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর