১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বিশ্বকাপে কেমন খেলল বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে কেমন খেলল বাংলাদেশের মেয়েরা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাংলাদেশ নারী ক্রিকেট দল , এএফপি



না জয়, না হার।

আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশের শেষটা হয়েছে ফলহীন। রোববার লিগ পর্বের শেষ দিনে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। অবশ্য যে সময়ে বৃষ্টি এসে খেলা পণ্ড করে দিয়েছে, তাতে বাংলাদেশের হারটাই ভাসিয়ে নিয়ে গেছে বলা ভালো।

কারণ, জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই ৫৭ করে তুলে ফেলেছিল ভারত। শেষ পর্যন্ত আবহাওয়ার কাছে হার মেনে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছে জয়ের পথে থাকা ভারতকে। আর বাংলাদেশ পেয়েছে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় তলানি থেকে একটু ওপরে ওঠার।

গত ৩০ সেপ্টেম্বর ৮ দল নিয়ে শুরু হওয়া নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের খেলাটিই ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ার পর পুরো টুর্নামেন্টের যে পয়েন্ট তালিকা দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশের অবস্থান সপ্তম। সবার শেষে থাকা পাকিস্তান দলের চেয়ে একধাপ এগিয়ে থাকার কারণ জয়সংখ্যা। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের পয়েন্টই ৩ করে। তবে পাকিস্তান সব কটি পেয়েছে বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগির সুবাদে। আর বাংলাদেশ একটি ম্যাচে জিতেছিল, সেটা ওই পাকিস্তানের বিপক্ষেই।

বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল কেমন খেলেছে, সেই ধারণা পয়েন্ট তালিকাই দিচ্ছে অনেকটা। তবে সংখ্যার ভেতরেও সংখ্যা থাকে, সংখ্যার আড়ালেও গল্প থাকে। বাংলাদেশ দল কতটা ভালো বা কতটা মন্দ খেলেছে, সেই উপসংহারে যেতে দরকার কয়েকটা বিষয়ে চোখ বোলানো। বাংলাদেশ কোথায় ভালো করেছে, কোথায় ভালো করতে পারেনি, বাংলাদেশের প্রত্যাশা কী ছিল, বাস্তবতাই বা কতটুকু ছিল।

প্রত্যাশা কী ছিল

বিশ্বকাপ খেলতে ঢাকা ছেড়ে যাওয়ার আগের দিন মিরপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশ দলের কোচ সারওয়ার ইমরান বলেছিলেন, ‘আমাদের দুটি ম্যাচে ভালো সুযোগ আছে, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া অন্যান্য দলের সঙ্গেও…। আমরা কাউকে বড় করে দেখছি না। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব।’

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে কোচ সারওয়ার ইমরান ও অধিনায়ন নিগার সুলতানা
শামসুল হক

অধিনায়ক নিগার সুলতানাও ভালো কিছুর আশা শুনিয়েছিলেন। তবে তাঁর কণ্ঠে ছিল আক্ষেপের সুরও। এপ্রিলে পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ বাছাই খেলেছিল বাংলাদেশ দল। এরপর বিশ্বকাপে যাওয়ার আগপর্যন্ত আর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি বাংলাদেশ দল।

এমনকি ২০২৪ সালের শুরু থেকে অস্ট্রেলিয়া বাদে আর কোনো বড় দলের বিপক্ষেই খেলেননি নিগাররা। বড় টুর্নামেন্টের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, সেটির ঘাটতি তাই ছিলই। তবে ২০২২ আসরে প্রথমবার অংশ নিয়ে একটি জয় ছিল বলে এবার সেটি বাড়িয়ে নেওয়ার প্রত্যাশাই ছিল সবার। বিশেষ করে কোচ তো মুখ ফুটে পাকিস্তান, শ্রীলঙ্কার নামও নিয়েছিলেন।




সর্বশেষ

সর্বশেষ

সর্বশেষ

সর্বশেষ

সর্বশেষ

January 2025

October 2025

September 2025

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর