১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বিশ্ব রেকর্ড গড়তে বাবরের চাই ৯ রান

বিশ্ব রেকর্ড গড়তে বাবরের চাই ৯ রান

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাবর আজমআইসিসি





প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবেন বাবর আজম। পাকিস্তানের হয়ে তিনি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ২০২৪ সালের ডিসেম্বরে।

সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। আজ রাওয়ালপিন্ডিতে বাবরের প্রত্যাবর্তনের ম্যাচেও প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক দেশের হয়ে এই সংস্করণে তাঁর ফেরার ম্যাচটি রাঙাতে পারেন বিশ্ব রেকর্ড গড়ে। মাত্র ৯ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন বাবর। ভাঙবেন রোহিত শর্মার রেকর্ড।

ভারতের সাবেক অধিনায়ক রোহিত ১৫১ ইনিংসে রান করেছেন ৪২৩১। বাবরের রান ৪২২৩। রোহিতের চেয়ে অবশ্য ৩০ ইনিংস কম খেলেছেন বাবর (১২১ ইনিংস)। আজ রেকর্ডটি গড়তে পারলে রোহিতের তুলনায় ২৯ ইনিংস কম খেলেই তাঁকে ছাড়িয়ে যাবেন বাবর।

রোহিতের চেয়ে বাবরের গড়ও বেশ ভালো। ভারতীয় ওপেনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটিং গড় ৩২.০৫, বাবরের প্রায় ৪০ ছুঁই ছুঁই—৩৯.৮৩। স্ট্রাইক রেটে আবার রোহিত অনেক এগিয়ে। রোহিতের স্ট্রাইক রেট ১৪০.৮৯, বাবরের ১২৯.২২।

সেঞ্চুরিও বাবরের চেয়ে রোহিতের বেশি। রোহিতের ৫টি সেঞ্চুরির বিপরীতে বাবরের সেঞ্চুরি ৩টি। তবে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসে রোহিতের চেয়ে এগিয়ে বাবর। রোহিতের ৫টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৩২টি, বাবরের ৩টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর