২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বেসরকারি চাকরিজীবী আর সরকারি কর্মকর্তাদের জন্য বাজার কি আলাদা?

বেসরকারি চাকরিজীবী আর সরকারি কর্মকর্তাদের জন্য বাজার কি আলাদা?

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বেসরকারি চাকরিজীবী আর সরকারি কর্মকর্তাদের জন্য বাজার কি আলাদা বলে প্রশ্ন করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, বিশ্ববাজারে সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই কারণে বেতন বাড়ছে। মূল্যস্ফীতি যেটাকে বলি আমরা। কাজে এই বাড়তি মূল্যের সঙ্গে জীবনযাপনকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আনার জন্যই বেতন বাড়ছে।

তবে, বেসরকারি যারা চাকরি করে তাদের জন্য কি আলাদা একটা বাজার আর সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা একটা বাজার?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘যে জিনিসটার দাম আগে ১০ টাকা ছিল সেটার দাম এখন ১৮ টাকা হয়ে গেছে। বাড়তি ৮ টাকা আমি কোথায় পাব? এজন্য সরকার আমাকে বাড়তি টাকা দেবে। যদি আমি সরকারি কর্মচারী হই।

নয়তো নয়।’

মাসুদ বলেন, ‘বাজারে যে দাম বাড়ছে এটা কি কেবল সরকারি কর্মচারী যারা তাদের জন্যই বাড়ছে নাকি যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্যও বাড়ছে? বেসরকারি যারা চাকরি করে তাদের জন্য কি আলাদা একটা বাজার আর সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা একটা বাজার?’ 

মাসুদ আরো বলেন, ‘পে কমিশন রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টটা অন্তর্বর্তীকালীন সরকার খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। ড. ইউনূস বলেছেন একটা অসাধারণ ভালো কাজ হয়েছে। সবার বেতন ডাবলেরও বেশি হয়ে গেছে।

একদম নিম্ন থেকে পিয়ন, দারোয়ান, বাবুর্চি, মালি যারা ছিল তাদের থেকে শুরু করে সচিব পর্যন্ত যত লোক সরকারি চাকরি করেন সবার বেতন দ্বিগুণেরও বেশি হয়ে গেছে।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর