১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বৈঠকের আগে ইউক্রেন ও রাশিয়ার তীব্র হামলা-পাল্টা হামলা

বৈঠকের আগে ইউক্রেন ও রাশিয়ার তীব্র হামলা-পাল্টা হামলা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের আগমুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হামলা-পাল্টা হামলা আরও তীব্র হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, গত এক দিনে রাশিয়া কিয়েভসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করা হয়। পাশাপাশি আর্টিলারি ও রকেট হামলায় ইউক্রেনের বিভিন্ন অবস্থান ও বসতিতে চার হাজারের বেশি গোলাবর্ষণ হয়েছে।

ইউক্রেনের দাবি, এসব লড়াইয়ে গত এক দিনে রাশিয়ার প্রায় ১ হাজার ২০০ সেনা হতাহত হয়েছে। এছাড়া পাঁচটি ট্যাংক, ১৯টি সাঁজোয়া যান, ৩৩টি আর্টিলারি ব্যবস্থা, ২০৫টি ড্রোন এবং দেড় শতাধিক সামরিক যান ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর চালানো ইউক্রেনের ৬২টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন সারাতোভ, ভোরোনেজ, রোস্তভ, বেলগোরোদ, ভলগোগ্রাদ অঞ্চল এবং ক্রিমিয়ার আকাশসীমায় ধ্বংস করা হয়।

এমন পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন থেকে শান্তির ইঙ্গিত মিলছে। ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি এখনো সম্ভব। তিনি এটিকে নিজের উদ্যোগে সমাধান করতে চাওয়া সবচেয়ে কঠিন সংঘাত বলে উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, রাশিয়া সমঝোতায় আগ্রহী এবং এখনো অগ্রগতির সুযোগ আছে।

এর আগে হোয়াইট হাউস নিশ্চিত করে, রোববার ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

জেলেনস্কি জানিয়েছেন, ওই বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে বৈঠকের বিস্তারিত কাঠামো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি হোয়াইট হাউস।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর