২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ভারতে ট্রাকের ধাক্কায় বাসে আগুন, নিহত ১৩

ভারতে ট্রাকের ধাক্কায় বাসে আগুন, নিহত ১৩

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় একটি ট্রাকের ধাক্কায় স্লিপার বাসে আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোরলাথু গ্রামের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরিয়ুর গ্রামীণ থানা এলাকায় ট্রাকটির চালক ডিভাইডার ভেঙে বাসে ধাক্কা মারেন। তার জেরেই আগুন লাগে। পুলিশের ধারণা, চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

একাধিক রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে শিবমোগা যাচ্ছিল বাসটি।
গোরলাথু গ্রামের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বাসে। ফলে যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসার ন্যূনতম সুযোগটাও পাননি।

এরই মধ্যে আহত যাত্রীদের উদ্ধার করতে পুলিশ ও দমকল বাহিনীর দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে।
কয়েকজন যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আহতদের হিরিয়ুর ও চিত্তাগুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর