১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

মাঝ আকাশে হাত ভাঙলো বিমানের কেবিন ক্রুর

মাঝ আকাশে হাত ভাঙলো বিমানের কেবিন ক্রুর

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সে (ঝাঁকুনি) পড়ে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কেবিন ক্রুর হাত ভেঙে গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিমান সূত্রে জানা গেছে, আহত কেবিন ক্রু শাবানা আজমী মিথিলাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকস্মিক এয়ার টার্বুলেন্সের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।জানা গেছে, বিমানের ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম আসে। এরপর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে এ দুর্ঘটনা ঘটে। প্লেনটি ঢাকায় অবতরণের প্রস্তুতিকালে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে। কেবিন ক্রু মিথিলা কেবিনে যাত্রীদের সিট বেল্ট বাঁধা হয়েছে কি না তা নিশ্চিত করছিলেন। এসময় হঠাৎ এয়ার টার্বুলেন্স শুরু হলে তিনি পড়ে যান। এতে তার বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভেঙে যায়। প্লেনটি ঢাকায় অবতরণের পরপরই আহত কেবিন ক্রুকে হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর