১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

মাভাবিপ্রবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীর নানা আয়োজন

মাভাবিপ্রবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীর নানা আয়োজন

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এ  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। 

মহান এই নেতার মৃত্যুবার্ষিকীতে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী পরিষদ, ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
এর পাশাপাশি ভাসানীর আদর্শে বিশ্বাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় জনসাধারণ এবং ভাসানী পরিবারের সদস্যরাও মাজার প্রাঙ্গণে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতাদেরও শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

সকালের আলো ফোটার আগেই ভাসানীর অনুসারী, দর্শনার্থী ও সাধারণ মানুষ মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন। এ সময় পুরো মাজার এলাকায় ছিল আবেগঘন পরিবেশ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারসংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে সেখানে আসা মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুধু স্মরণ নয়, ভাসানীর মানবসেবা, কৃষক-শ্রমিকের অধিকার রক্ষার সংগ্রাম এবং নিপীড়িত মানুষের প্রতি তাঁর আজীবন ত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনাসভা, বিশেষ দোয়া, কোরআনখানি ও ভাসানীর কর্মময় জীবনের ওপর প্রদর্শনীরও আয়োজন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর