১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

যারা অপরাধ করেছে, যথাযথ আইনের মাধ্যমে তাদের শাস্তি হোক: রিজভী

যারা অপরাধ করেছে, যথাযথ আইনের মাধ্যমে তাদের শাস্তি হোক: রিজভী

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  ফাইল ছবি

বিগত সরকারের আমলে সেনা কর্মকর্তাদের যারা অপরাধ করেছে, যথাযথ আইনের মাধ্যমে তাদের শাস্তি চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপিও তাদের সুষ্ঠু বিচার চায়। যারা অপরাধ করেছেন, তাদের শাস্তি হোক যথাযথ আইনের মাধ্যমে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করে সম্ভব হবে না। তিনি বলেন, এ দেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন, তাদের জমিদারি সারা জীবন থাকবে। ৫ আগস্টের পর অনেকের মানসিক পরিবর্তন হয়েছে। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক হয়নি।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন ২৫ কোটি বৃক্ষরোপণ করবে বিএনপি ক্ষমতায় গেলে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্যে সে কথাই ফুটে উঠেছে। তিনি বলেন, বিচার বিভাগ হবে স্বাধীন। আইনের শাসন দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর স্থায়ীত্বকাল ১০ বছর হবে। এগুলো তারেক রহমানের বক্তব্যে এসেছে।

রিজভী আরও বলেন, আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর