১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

রাশিয়ার কামচাতকা অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব রাশিয়ার এই অঞ্চলটিতে প্রশান্ত মহাসাগরীয় সাবমেরিন ফ্লিট এবং অসংখ্য বিমান ঘাঁটি রয়েছে। ভূমিকম্পের পরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

পেত্রোপাভলোভস্ক-কামচাতকাতেই ইয়েলিজোভো বিমান ঘাঁটি রয়েছে। এর পাশাপাশি ভলিউচিনস্ক সাবমেরিন ঘাঁটি, যা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। যা প্রায় ২০-৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এ ছাড়া, শারোমি বিমান ঘাঁটি ও একটি নৌবিমান ঘাঁটি শহর থেকে প্রায় ১৪৩ কিলোমিটার উত্তরে অবস্থিত।সাবমেরিন বা বিমানগুলো সময়মতো সরিয়ে নেওয়া হয়েছিল কিনা, তা এখনও জানা যায়নি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানিয়েছেন, সব জরুরি পরিসেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রুশ কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।

হাওয়াইয়ে অবস্থিত মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এই ভূমিকম্পের পর একটি সুনামি সতর্কতা ঘোষণা করেছে। জাপানসহ অন্যান্য দেশকেও সম্ভাব্য সুনামির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর প্রভাব প্রশান্ত মহাসাগরজুড়ে ছড়িয়ে পড়বে এবং হাওয়াইয়ের বাসিন্দাদেরও প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে।

পেত্রোপাভলোভস্ক-কামচাতকার জনসংখ্যা প্রায় ১ লাখ ৮১ হাজার। শহরটি কুরিল-কামচাতকা আর্কের ওপর অবস্থিত, যা জাপানের হোক্কাইডো থেকে কুরিল দ্বীপপুঞ্জ এবং কামচাটকা উপদ্বীপের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর ২,১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কুরিল-কামচাটকা আর্ক বিশ্বের অন্যতম ভূমিকম্প-সক্রিয় অঞ্চল।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বরেও ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাতকা অঞ্চল। এতে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর