১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয়, ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে

রিয়াল মাদ্রিদের দুর্দান্ত জয়, ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মাদ্রিদ: গত রাতে (২৬শে অক্টোবর, ২০২৫) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম।
​ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভিএআর (VAR) শুরুতে রিয়ালের একটি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করে দেয়। এরপর খেলার ২২তম মিনিটে জুড বেলিংহামের দারুণ পাসে ঠান্ডা মাথায় গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
​তবে বার্সেলোনাও দ্রুত ম্যাচে ফেরে। ৩৮তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের পাস থেকে দুর্দান্ত ফিনিশে বার্সেলোনার হয়ে সমতা ফেরান ফেরমিন লোপেজ। কিন্তু এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে, ৪৩তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে আসা বল হেডে নিয়ন্ত্রণে নিয়ে কাছে থেকে জালে জড়ান বেলিংহাম, রিয়ালকে আবারও ২-১ গোলে এগিয়ে দেন। এটি ছিল এই মরসুমে এল ক্লাসিকোতে বেলিংহামের প্রথম গোল।
​দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদ পেনাল্টির সুযোগ পেলেও, এমবাপ্পের শট দারুণভাবে সেভ করে বার্সেলোনার গোলরক্ষক ভয়চেখ শেজনি। পুরো ম্যাচেই দুর্দান্ত কিছু সেভ করে বার্সাকে ম্যাচে ধরে রাখেন শেজনি।
​ম্যাচের শেষ দিকে বার্সেলোনা সমতাসূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও রিয়ালের সুসংগঠিত রক্ষণে তা সম্ভব হয়নি। উল্টো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়ালের মিডফিল্ডার অরেলিয়েন শুয়ামেনির উপর ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার পেদ্রি, যা কাতালান ক্লাবটির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।
​এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লা লিগায় ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল। গত মৌসুমের এল ক্লাসিকোগুলিতে হারের ধারা কাটাল রিয়াল। এই জয় কোচ জাবি আলোনসোর দলের মনোবল বহুলাংশে বাড়িয়ে দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর