১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

লাহোরে বাবর আজমের বিলাসবহুল বাড়ি, আছে যেসব সুযোগ-সুবিধা

লাহোরে বাবর আজমের বিলাসবহুল বাড়ি, আছে যেসব সুযোগ-সুবিধা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

পাকিস্তানের ক্রিকেট তারকা ও সাবেক অধিনায়ক বাবর আজম লাহোরের অভিজাত ডিএইচএ ফেজ-৫ এলাকায় তার নতুন বিলাসবহুল বাড়ির নির্মাণকাজ সম্পন্ন করেছেন।

আধুনিক ও নব্য-শাস্ত্রীয় (নিওক্লাসিক্যাল) স্থাপত্যের ব্যতিক্রমী সমন্বয়ে তৈরি এই বাসভবনটি ইতিমধ্যেই দৃষ্টি কেড়েছে। নকশায় স্টাইল ও আরামের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বাড়িটিকে দেওয়া হয়েছে আলাদা একটি স্বতন্ত্র পরিচয়।

বিশাল এই বাড়িতে রয়েছে প্রশস্ত শয়নকক্ষ, বড় বড় হলরুম এবং একটি বিশেষ ট্রফি রুম।

সেখানে বাবর আজমের গৌরবময় ক্রিকেট ক্যারিয়ারের নানা অর্জন ও সম্মাননা সাজানো থাকবে।

বাড়ির অভ্যন্তরীণ নকশায় খোলা জায়গা, সরলতা ও সামঞ্জস্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা পুরো পরিবেশকে শান্ত ও আমন্ত্রণমূলক করে তুলেছে। বাসভবনের অন্যতম আকর্ষণ এর রাজকীয় প্রবেশদ্বার, পরিচ্ছন্ন লাইন ও নিখুঁত ফিনিশিং বাড়িটির আভিজাত্য আরো বাড়িয়ে তুলেছে।

আধুনিক সুযোগ-সুবিধা ও সুচিন্তিত নকশার মাধ্যমে এই বাড়ি বাবর আজমের মর্যাদা ও ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানানসই হয়ে উঠেছে।

বাড়ির নির্মাণকাজ শেষ হওয়ার পর বাবর আজমের বাবা আজম সিদ্দিকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেন। সেখানে তিনি বিখ্যাত লেখক খলিল কাহলীল জিবরান–এর উক্তি উদ্ধৃত করে লেখেন, ‘একটি ঘর ইট-পাথরে তৈরি হয় না, বরং যারা সেখানে বাস করে, তারাই ঘরকে ঘর করে তোলে।’

এসময় তিনি প্রার্থনা করেন, নতুন এই বাড়ি যেন সবসময় আনন্দ ও আশীর্বাদে ভরে থাকে এবং সৃষ্টিকর্তার অশেষ করুণা ও সমৃদ্ধি নেমে আসে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর