১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

সাংবাদিকের মামলায় ৫ মাসেও গ্রেপ্তার নেই, হামলার ভিডিও লিংক চাইলেন ওসি

সাংবাদিকের মামলায় ৫ মাসেও গ্রেপ্তার নেই, হামলার ভিডিও লিংক চাইলেন ওসি

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের খবর সংগ্রহ করতে গিয়ে মোটর শ্রমিকদের হামলার শিকার হন সাংবাদিক মো. রায়হান হোসেন। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরে ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ ঘটনায় মামলা করা হয়।

তবে মামলার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলামুল হক-এর কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

অপরাধীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়ে মামলার বাদী সাংবাদিক মো. রায়হান হোসেন ওসি আসলামুল হককে বলেন, ‘গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য রয়েছে, ভিডিও ফুটেজেও লাঠি হাতে ব্যক্তিদের দেখা যাচ্ছে। তবু কেন গ্রেপ্তার করা হচ্ছে না?’

জবাবে ওসি আসলামুল হক বলেন, ‘তদন্তে আমরা এমন কোনো ভিডিও পাইনি, যেখানে সরাসরি মারধরের দৃশ্য দেখা যায়। সাক্ষীও পাওয়া যায়নি। যদি এমন কোনো ভিডিও থেকে থাকে, তাহলে সেই লিংক দিন।’

বাদী ওসিকে আরও প্রশ্ন করেন, ‘পাঁচ মাস হয়ে গেলেও এখনো কাউকে ধরতে পারলেন না, তবে ব্যর্থতা কি পুলিশের?’
জবাবে ওসি আসলামুল হক বলেন, ‘হ্যাঁ, পারিনি। ব্যর্থতা হলে কিছু করার নেই।’

বাদী মো. রায়হান হোসেন কালের কণ্ঠকে জানান, হামলার ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) একবারও তার সঙ্গে যোগাযোগ করেননি। বরং বাদী নিজে যোগাযোগের চেষ্টা করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর